মোবাইল ফোনের সুবর্ণজয়ন্তী
৩ এপ্রিল ১৯৭৩ প্রথমবারের মতো মোবাইল ফোনের মাধ্যমে কল করা হয়। এরপর পেরিয়ে গেছে অর্ধশতাব্দী, মোবাইল ফোন ধীরে ধীরে ছোট হয়ে পরে পকেটে বহনযোগ্য কম্পিউটারে পরিণত হয়েছে, যাকে আমরা আজ স্মার্টফোন হিসেবে চিনি।
• ইতিহাস > মোবাইল ফোন নিয়ে গবেষণা শুরু হয় দ্বিতীয় মহাযুদ্ধের পরপরই। যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য, পিঠে বহন করা যায় এমন ব্যাটারিচালিত বেতার যোগাযোগের ডিভাইস মিত্রবাহিনী এবং অক্ষশক্তি দুটি পক্ষই ব্যবহার করে। ১৯৪৭ সালে যুক্তরাষ্ট্রের বেল কমিউনিকেশনসের ইঞ্জিনিয়ার ডগলাস এইচ রিং একটি মেমোতে টাওয়ারে থাকা নেটওয়ার্ক ট্রান্সমিটার ও রিসিভারের রেঞ্জের মধ্যে থাকা এলাকাকে নাম দেন 'মোবাইল' । আর একাধিক মোবাইল একত্র করার মাধ্যমে ‘সেলুলার নেটওয়ার্ক তৈরির মাধ্যমে বিস্তীর্ণ এলাকায় তারহীন টেলিফোনসেবা দেওয়া যেতে পারে সেটাও প্রমাণ করেন। এর পর থেকেই ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা 'এফসিসি'র কাছে তারহীন টেলিফোন নেটওয়ার্ক স্থাপনের কাজ শুরু করার জন্য বেল কমিউনিকেশনস • প্রথম মোবাইল ফোন কল ৩ এপ্রিল ১৯৭৩ আবেদন করতে থাকে। ১৯৬০-এর দশকে তারহীন নিউইয়র্কের সিক্সথ এভিনিউ থেকে মার্টিন কুপার মোবাইল যোগাযোগের জন্য নেটওয়ার্ক স্থাপনের অনুমতি পায় বেল ফোনে প্রথম কলটি করেন। এটিএন্ডটি কোম্পানিতে তার কমিউনিকেশনস। তবে সেই নেটওয়ার্ক হাতে বহনযোগ্য পরিচিত একজন ইঞ্জিনিয়ার জোয়েল ইঙ্গলকে প্রথম ফোন মোবাইল ফোন নয়, বরং গাড়ি, বিমান বা জাহাজে বহন করেন কুপার। সে হিসেবে ৩ এপ্রিল ২০২৩ মোবাইল করার মতো টেলিফোনের জন্য ব্যবহৃত হতো। ফোনে প্রথম কল করার ৫০ বছর পূর্তি হয়।
আবিষ্কারক ১৯৭০-এর দশকে ইঞ্জিনিয়ার মার্টিন কুপার মটরোলায় কর্মরত ছিলেন। গাড়ির ফোনকে কীভাবে হাতে বহনযোগ্য মোবাইল ফোনে পরিণত করা যায়, সেটাই ছিল তাদের গবেষণার লক্ষ্য। অবশেষে ১৯৭৩ সালে মাত্র তিন পাউন্ড বা দেড় কেজি ওজনের, প্রায় একটা ইটের সমান বড় সেলুলার ফোন বা মোবাইল ফোন তৈরি করা হয় ।
• প্রথম মোবাইল ফোন প্রথম মোবাইল ফোনের নাম। দেওয়া হয় "ডাইনামিক অ্যাডাপ্টিভ টোটাল এরিয়া কভারেজ। এই বিশাল নামকে সংক্ষিপ্ত করে 'ডাইনাট্যাক' নামটি পেটেন্ট করে মটরোলা। এরপর ফোনের নেটওয়ার্ক হয়েছে উন্নত, কলের পাশাপাশি টেক্সট পাঠানোর সেবাও যুক্ত হয়েছে। নতুন শতাব্দীর শুরুর দিকে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা দেওয়া শুরু হয়, যার মাধ্যমে স্মার্টফোন ধীরে ধীরে বাজার ধরতে শুরু করে।
জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে ৭ ডিসেম্বর ১৯৪১
0 Comments