ভিনির বিকল্প কে, জানালেন ব্রাজিল কোচ

চলমান কোপা আমেরিকার ৪৮তম আসরে নিজেদের চিরচেনা ছন্দে নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। খানিকটা সংগ্রাম করে গ্রুপ পর্বে এক জয় ও দুই ড্র নিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। সেই সঙ্গে পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় কোপার কোয়ার্টার ফাইনালে দর্শক হয়ে থাকতে হচ্ছে দলটির আক্রমণভাগের অন্যতম কাণ্ডারি ভিনিসিয়ুস জুনিয়রকে।

উরুগুয়ের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে ভিনিসিয়ুসকে না পাওয়া ব্রাজিলের জন্য বড় ধাক্কা। ছবি: সংগৃহীত
উরুগুয়ের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে ভিনিসিয়ুসকে না পাওয়া ব্রাজিলের জন্য বড় ধাক্কা। ছবি: সংগৃহীত

রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামে সেমির টিকিট নিশ্চিতের লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন উরুগুয়ের। তাই ম্যাচটি যে ব্রাজিলের জন্য খুব সহজ হবে না, তা বেশ ভালোই জানা দরিভাল শিষ্যদের। বাঁচা মরার এমন ম্যাচে ভিনিসিয়ুসকে না পাওয়া ব্রাজিলের জন্য বড় ধাক্কাই বটে। ফলে তার বিকল্প কে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে তার সম্ভাব্য বিকল্প হিসেবে এক তরুণ তুর্কির নাম জানিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
 
ম্যাচটিতে অনুমিত ভাবে লেফট উইঙ্গার ভিনিসিয়ুস না থাকায়, তার বিকল্প ভাবতেই হতো। সেই জায়গায় কোচ দরিভাল তরুণ এন্ড্রিক ফেলিপেকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন। যিনি পালমেইরাসে আলো ছড়িয়ে কোপার পর রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার অপেক্ষায় আছেন। এর আগে ৯ বারের কোপা শিরোপাজয়ীদের জার্সি গায়ে বেশ কয়েকটি ম্যাচ খেললেও, শুরুর একাদশে জায়গা হয়নি এন্ড্রিকের। এবার রাফিনহা ও রদ্রিগোর সঙ্গে প্রথম একাদশেই দেখা যেতে পারে এই তরুণের।
 
কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে ব্রাজিল কোচ দরিভাল বলেন, ‘আমি আশা করি আমরা গোল করার পথ খুঁজে পাব। পুরো দলের নিবেদনে আক্রমণভাগের খেলোয়াড়রা সেই সুযোগটি পান এবং তাদের ভালোভাবে ফিনিশিং দিতে হবে। এভাবে প্রতিপক্ষের সীমানায় ক্রমাগত আক্রমণ ছাড়া ভিন্ন কোনো উপায় নেই। আমরা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে (ভিনিসিয়ুস) হারিয়েছি, তবে আরেকজন তরুণ তারকাকে খেলানোরও সুযোগ এসে গেছে। কে জানে, সেটি এন্ড্রিকের মুহূর্ত হতে যাচ্ছে!’
 
তিনি আরও বলেন, ‘এন্ড্রিক বিশেষভাবে নম্বর নাইন পজিশন নেয়নি, ওই জায়গাতেই মূলত সে খেলতে পছন্দ করে। সে এমন একজন খেলোয়াড় যার জায়গাটা ভাসমান এবং সবদিকে গতি ধরে রেখে খেলে থাকে।’
  
 

Post a Comment

0 Comments